প্রকাশিত: Sun, Feb 19, 2023 4:08 PM
আপডেট: Wed, Apr 30, 2025 1:46 AM

দেশে পুরোপুরি একনায়কতন্ত্র চালুর চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

সালেহ্ বিপ্লব: বিএনপি মহাসচিব বলেন, প্রকৃতপক্ষে ৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের নতুন জাতীয় সত্তা নির্মাণের চেতনা সৃষ্টি হয়েছিল। এই ২১ ফেব্রুয়ারি নতুন করে শপথ নিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো। জনগণের কথা বলার অধিকার, মুক্ত চিন্তার অধিকার, জনগণের লেখার অধিকার আমরা নিশ্চয় প্রতিষ্ঠা করবো। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দুপুরে  সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দুদিনের কর্মসূচী গ্রহণ করা হয়। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার এত বছর পরেও জাতি তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। চিন্তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। লেখার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। কী দুর্ভাগ্য যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষার বিকাশের জন্য। চিন্তা চেতনা বিকাশের জন্য। মুক্তচিন্তার জন্য। সেই বাংলা একাডেমি অন্যায়ভাবে বিভিন্ন স্টল বন্ধ করে দিয়ে, বিভিন্ন বইয়ের প্রদর্শন বন্ধ করে দিয়ে, একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করছে। 

তিনি বলেন, দেশের জনগণ এই স্বৈরতন্ত্র আর মেনে নেবে না। জনগণের জাগরণের মধ্যদিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। সম্পাদনা: এল আর বাদল